ডিমের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটীমিন বি, বি ১২, ভিটামিন ডি, ভিটামিন এ, ফ্যাটি অ্যাসিড
ডিমের মধ্যে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন, যা আমাদের শরীরকে শক্তিশালী রাখে। সারাদিনে একটা ডিম খেলেও সেখান থেকে অনেক পুষ্টি মেলে
অনেকেই আছেন যাঁরা ডিম খেতে পছন্দ করেন না। আবার যাঁরা নিরামিষ খান তাঁরাও ডিম ছুঁয়ে দেখেন না
১০০ গ্রাম ডিমের ভিতর ১২.৬ গ্রাম প্রোটিন থাকে। এছাড়াও থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও মিনারেল
যাঁরা ডিম খান না তাঁরা মাংস খেতে পারেন। কারণ মাংসের মধ্যেও থাকে প্রচুর পরিমাণ প্রোটিন
যাঁরা নিরামিষ খান তাঁরা নিয়ম করে এই সব বীজ খান। সূর্যমুখী, কুমড়োর বীজ, চিয়া সিড-এসবের মধ্যে থাকে প্রচুর প্রোটিন
রোজ সালে এক কাপ দুধের মধ্যে চিয়া সিড আর পছন্দের ফল মিশিয়ে খান। গরমে আম বা কলা মেশাতে পারেন। প্রোটিন ভরপুর