কলা ফ্রিজের বদলে ঘরের তাপমাত্রায় রাখুন।
পাউরুটি বেশিদিন ফ্রিজে রাখবেন না।
মধু দীর্ঘ দিন সংরক্ষণ করতে হবে ঘরের অন্ধকার জায়গায় রেখে দিন।
একইভাবে, তরমুজকে ফ্রিজে সংরক্ষণ করবেন না। তরমুজ টাটকা খাওয়াই ভাল।
আলু ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করুন।
পেঁয়াজও ফ্রিজে রাখবেন না।
টমেটো ফ্রিজে রাখলে তাড়াতাড়ি পচে যায়।