কান পরিষ্কারের সময় কোনওভাবেই কানের ভিতর কিছু ঢুকিয়ে খোঁচাবেন না।
কান পরিষ্কারের সময় অনেকেই দেশলাই কাঠি কানের ভিতর ঢুকিয়ে খোঁচাতে থাকেন। এই অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন।
কানের বাইরের অংশ ভেজা কাপড় বা তুলে দিয়ে মুছে নিন।
কান পরিষ্কারের জন্য দেশলাই কাঠির মাথায় তুলে পেঁচিয়ে কানের ভিতরে ঢোকাবেন না।
কান পরিষ্কারের ক্ষেত্রে ইয়ারবাডস ব্যবহার করুন। তাড়াহুড়ো করে কিছু করতে যাবেন না।