রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে।
এই আবহাওয়ায় রোদে বেরনো কষ্টের যে কম কিছু নয়। তাই ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিতেই হবে।
এই চাঁদিফাটা রোদে ছাতা ও সানগ্লাসই একমাত্র ভরসা। তাই এই দুটো জিনিস ছাড়া রাস্তায় বেরবেন না।
এই আবহাওয়ায় হিট স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই সঙ্গে জলের বোতল অবশ্যই রাখুন।
জলের সঙ্গে আপনি ওআরএস, নুন-চিনির জল বা লেবুর জল সঙ্গে নিতে পারেন।
ব্যাগে ওয়েট টিস্যু রাখুন। মুখ তেলতেলে হয়ে গেলে ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিতে পারবেন।
এছাড়া বডি স্প্রে রাখুন। ঘামের গন্ধ থেকে মুক্তি দিতে পারে এই বডি স্প্রে।