ফেসিয়াল করালে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয়, জেল্লা বাড়ে।

অনেক সময় ফেসিয়ালের পরও আশানুরূপ ফল পাওয়া যায় না।

ফেসিয়ালের পর বেশ কয়েকটি কাজ এড়াতে হয়। নাহলেই জেল্লা হারায়।

ফেসিয়াল করিয়েই কখনও রোদে বেরিয়ে যাবেন না। এতে ত্বকে র‍্যাশ বেরোতে পারে।

ফেসিয়াল করানোর আগে কিংবা পরে থ্রেডিং বা ওয়াক্সিং করাবেন না।

ফেসিয়ালের পর ৭ থেকে ৮ ঘণ্টা ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন না।

ফেসিয়ালের পর ঠান্ডা জল ব্যবহার করে মুখ ধুয়ে ফেলুন।

ফেসিয়ালের পর ২ থেকে ৩ দিন পর্যন্ত মুখে স্ক্রাব ব্যবহার করবেন না।

একইভাবে, ফেসপ্যাক ব্যবহার করবেন না। খুব বেশি হলে মুখে বরফ, অ্যালোভেরা জেল লাগাতে পারেন।