রান্নাঘর নিজেই একটা বড় সংসার

খুঁটিনাটি সবকিছু মোটামুটি পাওয়া যায় সেখানে

জায়গার অভাবে তাই কিছু জিনিসের স্থান হয় সিঙ্কের নীচে

কিন্তু তার কাছাকাছি গ্যাস থাকায়, সবকিছু ওখানে রাখা যায় না

এতে হতে পারে বিপদ। জানুন কী রাখবেন না সিঙ্কের পাশে...

কেমিকেল জাতীয় পণ্য, যেমন - ব্লিচ, ড্রেন ক্লিনারের মতো রাসায়নিক একেবারেই রাখবেন না

গ্যাস থেকে দূরেব সরিয়ে রাখুন এগুলি

 রঙ, কেরোসিন জাতীয় পদার্থ রাখা চলবে না

স্পঞ্জ, স্ক্রাবার, জঞ্জালের ব্যাগ, এক্সট্রা বাসন মাজার সাবান, এই জাতীয় জিনিস রান্নাঘরের সিঙ্কের নীচে রাখবেন না

আরশোলা মারার বিষ বা যেকোনও বিষাক্ত পদার্থও