চুল পড়ার সমস্যাকে প্রতিরোধ করতে বেশিরভাগ মানুষ অ্যান্টি-হেয়ার ফল শ্যাম্পু বেছে নেন।

অনেক সময় শ্যাম্পু নয়, হেয়ার অয়েলে চুল পড়া কমে।

কিন্তু বাজার চলতি হেয়ার অয়েলে খুব বেশি কার্যকর হয় না।

তাই আয়ুর্বেদের টোটকা মেনে বাড়িতে চুলের তেল বানিয়ে নিন।

হেঁশেলে থাকা উপাদান দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন হেয়ার অয়েল।

কারি পাতা, জবা ফুল, মেথির দানা নিন। এর সঙ্গে নিন নারকেল তেল।

নারকেল তেলে সমস্ত উপাদান দিয়ে ভাল করে ফুটিয়ে নিন।

তেল ফুটে উঠলে মিশিয়ে নিন দু'ফোঁটা এসেনশিয়াল অয়েল।

কাচের শিশিতে ভরে রাখুন এই তেল। ব্যবহারে করুন প্রতি সপ্তাহে।