ত্বক পরিষ্কার করার পর টোনার ব্যবহার করা জরুরি।

টোনার ওপেন পোরস, মৃত কোষের সমস্যা দূর করে।

পাশাপাশি টোনার ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ দূর করে দেয়।

বাজার চলতি টোনার ব্যবহার করার বদলে বাড়িতে তা বানিয়ে নিন।

১ কাপ জল নিন। তাতে ক্যামোমাইল টি ব্যাগ ডুবিয়ে চা বানিয়ে নিন।

এবার ওই চায়ের মধ্যে ১ চামচ মধু আর ২ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে দিন।

এবার এই টোনারটি স্প্রে বোতলে ভরে ব্যবহার করুন। এতে ত্বকের টানটান ভাব বজায় থাকবে।