রোজকার এই অভ্যেসেই জীবনে ডেকে আনছে চরম পরিণতি।

সকাল থেকে রাত পর্যন্ত এই যন্ত্রের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।

গবেষণায় জানানো হয়েছে, টানা ১২ বছর ধরে যাঁরা ফোন ব্যবহার ও কথা বলেছেন, তাদের এই রোগের সম্ভাবনা বেশি।

মাত্রাতিরিক্ত ফোনে কথা বললে কান থেকে মস্তিষ্ক পর্যন্ত যে যে স্নায়ু রয়েছে, তার উপর প্রভাব পড়ে

এছাড়া মোবাইল ব্যবহারের কারণে টিউমরের সাইজও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রেন টিউমর ঠেকাতে ফোন ব্যবহার ও কথা বলা ব্যাপারে সচেতন হোন এখনই।

যদি অতিরিক্ত কথা বলতে হয়, তাহলে ফোনের স্পিকার অন করে কথা বলুন।