ট্রেনের শেষপ্রান্তে X লেখা কেন থাকে, জানেন?

হামেশাই দেখা যায় ‘‌কোনও ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে’‌। র ট্রেন থেকে আলাদা হয়ে যায়। মূল ট্রেন থেকে বগি আলাদা হলে যাত্রীদের মারাত্মক ক্ষতি হতে পারে।

ভারতীয় রেলওয়ের বিশেষত দূরপাল্লার ট্রেনগুলির শেষ প্রান্তেই ক্রশ চিহ্ন বা ইংরেজি হরফে X লেখা থাকে। এর অর্থ কী?

রেল দপ্তর সূত্রে জানা যায়, ট্রেনের শেষে এই চিহ্নটি ব্যবহার করা হয় যাত্রী সুরক্ষার কথা ভেবে। ট্রেনের পেছনে লেখা X–লেখার উদ্দেশ্য হল, এটা ট্রেনের শেষ বগি।

Heading 3

রাতের দূরপাল্লা ট্রেনগুলোর শেষ বগি দেখার জন্য X–এর নিচে লাল রঙের আলো লাগিয়ে দেওয়া হয়। বোঝা যায় যে, এই ট্রেনটি সম্পূর্ণ হয়েছে। আর মাঝখানে ভাঙা নেই।