গায়ে সোনা-রূপা, হীরে-মুক্তো পরার প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে। বিশেষ করে বিবাহিত মহিলারা সোনা ও রূপার তৈরি অলঙ্কার বেশি পরে থাকেন।

সোনা নয়, কেন মহিলারা তাদের পায়ে কেবল রূপার পায়ের অলংকার পরেন, জানা আছে?

ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান বিষ্ণুর কাছে সোনা খুব প্রিয়। তাই নাভির নীচে সোনা পরা হয় না।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পায়ে সোনা পরলে ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হন। শুধু তাই নয়, দেবী লক্ষ্মীও সোনা খুব পছন্দ করেন।

বিশ্বাস করা হয় যে পায়ে সোনা পরলে ভগবান বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীও ক্রুদ্ধ হন। পরিবারকে আর্থিক সমস্যায় পড়তে হয়।

সনাতন ধর্মে, সোনার মধ্যে আলাদা ক্ষমতা থাকে। সোনা সৌভাগ্যের প্রতীক।

দেশের এমন অনেক জায়গায় মহিলারা পায়ে সোনার অ্যাঙ্কলেট পরেন। বিশেষ করে দক্ষিণ ভারতে বিয়ের দিন মহিলারা পায়ে সোনা পরেন।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কারওর মঙ্গল গ্রহ অশুভ হলে তাকে সোনার আংটি পরা উচিত।

শাস্ত্র অনুসারে সোনার পূজা করা হয়।