বিয়ের ফুল ফুটছেই না! আগুনের এই প্রতিকার কাজে দেবে

হিন্দুশাস্ত্রে পঞ্চতত্ত্বের মধ্যে অগ্নি হল অন্যতম। যে নিজে পুড়ে সকলকে আলোকিত করে।

সৃষ্টির উত্‍সে যেমন অগ্নির গুরুত্ব রয়েছে, তেমনি বিনাসেও রয়েছে এর উপস্থিতি।

শাস্ত্রে আগুনেরও কিছু প্রতিকার রয়েছে। সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের জন্য অগ্নির ভূমিকা গুরুত্বপূর্ণ।

বিয়ের বয়স পেরিয়ে গেলেও বিবাহের কোনও যোগ হচ্ছে না। বৃহস্পতিবার অশ্বত্থের কাঠ পুরিয়ে তাতে সরষের দানা দিতে পারেন।

তাতে সব বাধা কেটে যেতে পারে। বিবাহের যোগ যেমন আসবে ,তেমনি অন্য সমস্যারও সমাধান ঘটবে।

বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে? শনিবার করে সন্ধ্যের সময় কাঠে আগুন ধরিয়ে ২১ বার কালো তিলের আহুতি প্রদান করুন।

বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেতে আম কাঠে আগুন জ্বালিয়ে নিন। চাচে ঘি-দুধ ১০৮ বার অর্পন করুন।