WhatsApp এই মুহূর্তের জনপ্রিয়তম ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলির একটি।
কিন্তু সেই সর্বাধিক ব্যবহৃত প্ল্যাটফর্মে গ্রাহকের কাছে এমন কিছু লিঙ্ক চলে আসে, যাতে ক্লিক করলেই ভয়ঙ্কর বিপদ।
এবার হোয়াটসঅ্যাপে এমনই একটি বাগের উৎপাত শুরু হয়েছে, যা তার অ্যান্ড্রয়েড অ্যাপটিকে ক্র্যাশ করছে।
বাগটি তখনই সক্রিয় হয়ে উঠছে, যখন বিভিন্ন গ্রুপে নির্দিষ্ট করে একটা লিঙ্ক আসছে।
আর সেই লিঙ্কে ক্লিক করলেই আপনার WhatsApp অ্যাকাউন্টটি সঙ্গে সঙ্গে ক্র্যাশ করে যাবে।
নির্দিষ্ট সেই লিঙ্ক, যা বিভিন্ন গ্রুপে আসছে তা হল wa.me/settings।
এই লিঙ্কটি আসলে হোয়াটসঅ্যাপ অ্যাপের সেটিংস পেজ।
কিন্তু আপনি এখন তাতে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ ক্র্যাশ করে যাবে।