টাইট ব্রা ত্বকের জন্য ভাল নয়। এতে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না
সেই সঙ্গে ত্বকের একাধিক সমস্যা আসতে পারে।
ত্বকে চুলকানি, ফোস্কা পড়া, লাল হয়ে যাওয়া এই সব নানা বিধ সমস্যা হয়
ব্রা পরে থাকার পরে বুকের বা পিঠের কোনও অংশ যদি লাল হয়ে যায়, চুলকায় বা জ্বালা করে, তবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন
খুব টাইট ব্রা পরে থাকলে বুকে ব্যথা হয়। এমনকী অনেক সময় পিঠেও ব্যথা হয়। এই লক্ষণ কিন্তু ভাল নয়
কাপ সাইজ ঠিক রাখুন। কাপ সাইজ ছোট হলে অস্বস্তি হয়। যে কাজের জন্য টাইট বেরা পরছেন সেই কাজের উপরেই তখন প্রভাব পড়ে
কোনও ব্লাউজে সমস্যা হলে আগে তাকে দেখান, ছবি তুলে রাখুন এবং তারপর বাড়ির লোককে দেখান। স্ই মত পরামর্শ নিয়ে ব্লাউজ ঠিক করান