বিয়ের অনুষ্ঠানে সব মেয়েই হার, চুড়ি, বালা, দুল এসব পরেন
সেই সঙ্গে মাথায় অবশ্যই থাকে টিকলি। কেউ পরেন টায়রা টিকলি কেউ নথ
মেয়েরা তাঁদের জীবনের খুব গুরুত্বপূর্ণ দিনেই পরেন টিকলি। সেই তালিকায় রয়েছে দুর্গাপুজো থেকে অন্নপ্রাশন।
মাথার ঠিক উপরে থাকে টিকলি। আর এই টিকলিই কিন্তু সাজকে সম্পূর্ণ করে।
আভিজাত্যের প্রতীক হল টিকলি। টিকলি পরলে সব মেয়েকেই কিন্তু সুন্দর দেখতে লাগে
বলা হয় গয়না মেয়েদের অহংকার