স্মার্ট টিভি কেনার আগে কয়েকটি বিষয় জেনে নিন।
ঘরের কোথায় টিভি রাখবেন, আগে তা ঠিক করুন।
জায়গা বিশেষেই স্মার্ট টিভির সাইজ বাছুন।
দু’টি স্পিকারের সঙ্গে সাব উফার আছে কি না দেখে নিন।
হোম থিয়েটার, পেনড্রাইভ, ব্লুটুথ কানেকশন আছে কি না জানুন।
অপারেটিং সিস্টেম দেখে নিতে ভুলবেন না।
ভয়েস কন্ট্রোলের মতো সুবিধা রয়েছে কি না দেখুন।
4K রেজোলিউশনের টিভি কিনুন।