বর্তমানে iPhone-এর বিপুল জনপ্রিয়তার কথা কারোরই অজানা নয়।
এই বিপুল চাহিদার সঙ্গে বাজারে পাল্লা দিয়ে বাড়ছে নকল iPhone-র সংখ্যা।
উন্নত প্রযুক্তির যুগে কোনটা আসল আর কোনটা নকল, তা বোঝা কঠিন।
আসল ও নকল আইফোন চেনার ক্ষেত্রে খুব কার্যকরী উপায় হল IMEI নম্বর।
Apple ওয়েবসাইটে iPhone-এর সিরিয়াল নম্বর দিয়ে কভারেজ চেক করুন।
মনে বিন্দুমাত্র সন্দেহ থেকে থাকলে অবিলম্বে নিকটবর্তী কোনও Apple স্টোরে যান।
এত দামি ফোন সর্বদা কোনও অনুমোদিত ডিলার বা ওয়েবসাইট থেকে কিনুন।