গ্যাস বার্নারে ময়লা জমলে গ্যাস ঠিক মত জ্বলে না

গ্যাস লিকের গন্ধ বেরোয় রান্না করতেও সমস্যা হয়

গরম জলে ইনো আর লেবুর রস মিশিয়ে নিন

তার মধ্যে বার্নার চুবিয়ে রাখুন ১৫ মিনিট। এবার লিক্যুইড সোপ ব্রাশে লাগিয়ে নিয়ে তা দিয়ে ঘষে নিন

প্রতি ১৫ দিন অন্তর বার্নার এবাবে পরিষ্কার করে নিতে পারেন

লেবর রস আর নুন একসঙ্গে মিশিয়ে তা দিয়ে বার্নার ঘষে নিন, রাতে এই মিশ্রণ লাগিয়ে রেখে পরদিন সকালে ব্রাশ দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে

ভিনিগার আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে ওর মধ্যে বার্নার চুবিয়ে রাখুন, ভাল পরিষ্কার হয়