আর্দ্রতার কারণে চুলের গোড়া ও মাথার ত্বক থেকে প্রয়োজনীয় তেল শুষে নেয়। তাতে চুলের শিকড় দুর্বল হয়ে যায়। কুঁচকে যায়। চুল ঝরে যায়।
বর্ষায় রুক্ষভাব মোকাবিলায় চুলে নিয়মিত তেল মাসাজ করুন।
মৃদু ক্লিনজিং ও ময়েশ্চারাইজিং উপাদান-সহ হালকা শ্যাম্পু ব্যবহার করলে মাথার ত্বক ও চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে দেয় না।
আর্দ্র আবহাওয়ায় চুলের স্প্লিট এন্ড ও ফ্রিজ থেকে মুক্তি পেতে চুল ট্রিম করুন।
বৃষ্টির সময় চুলকে পুষ্ট করতে কন্ডিশনিং করা আবশ্যক।
আর্দ্র আবহাওয়ায় গরম কোনও সরঞ্জাম ব্যবহার করবেন না। তাতে চুলের ক্ষতিও হবে না।