ফোন বেশি গরম হতে থাকলে, তার আয়ু কিন্তু বেশি দিন আর নেই।
আজকাল তীব্র গরমে ফোনটাও গরম হয়ে যাওয়া যেন বড্ড কমন হয়ে দাঁড়িয়েছে।
তা সে আপনি যত দামি ফোনই কিনুন না কেন, গরম হচ্ছে দামি, সস্তা মিলিয়ে প্রায় সব ফোনই।
ফোন খুব বেশি গরম হলে সেটি আপনি পাখা, কুলার বা এসির সামনে রাখলে ঠান্ডা হতে পারে দ্রুত।
ফোন গরম হলে সেটার কভার খুলে নিন, বিস্ফোরণের ভয় থাকবে না।
ব্লুটুথ অন থাকার ফলে ফোন গরম হতে পারে, তাই সেটা অফ করুন।
ফোনের নেটওয়ার্ক বারবার স্ক্যানিং করতে যাবেন না, গরম হতে পারে।
ব্যাগে একসঙ্গে অনেক ডিভাইস রাখলে সবকটাই গরম হতে পারে। সেই তালিকায় আপনার ফোনও থাকতে পারে।