প্রযুক্তির সাহায্যে কীভাবে অসাধু কাজ করা যায়, তারই এক নিদর্শন হল স্পাই ক্যামেরা।

হোটেলে কিংবা হোস্টেলে থাকতে গেলে ঘরের বিভিন্ন জায়গা অবশ্যই চেক করে নিন।

নাইট ভিশন সিকিউরিটি ক্যামেরা চললে তাতে সবুজ কিংবা লাল LED লাইট জ্বলবে।

ফলস্বরূপ অন্ধকার ঘরের কোন জায়গায় গোপন ক্যামেরা লাগানো রয়েছে, তা বুঝে যাবেন।

ক্যামেরা আছে, মনে সন্দেহ দেখা দিলে সেখানে দাঁড়িয়ে কোনও নম্বরে ফোন করুন।

কল কানেক্ট হবে না, স্পাই ক্যামেরা থেকে নির্গত রেডিয়ো ফ্রিকোয়েন্সির জেরে তা বাধাপ্রাপ্ত হয়।

‘Detect Hidden Camera’ ক্যাটাগরির কোনও অ্যাপ ফোনে ইন্সটল করে রাখতে পারেন।