গয়নায় ময়লা পড়ে ও স্ক্র্যাচ তৈরি হয়ে গ্ল্যামারটাই ফিকে হয়ে যায়। বাড়িতে পরিস্কার ও জীবাণুমুক্ত করার সহজ উপায়গুলি জানা অবশ্যই দরকার।
বিয়ের হিরের আংটি বা সোনার হার সবসময় যাঁরা পরেন, তাতে নোংরা জমে ত্বক সবুজ হয়ে যায়। সেগুলি আগে পরিস্কার করা উচিত।
প্রতি সপ্তাহে বিয়ের আংটি বা অলংকার পরিস্কার করা উচিত। তাতে সহজেই পরিস্কার ও উজ্জ্বল থাকে।
গরম জলের মধ্যে কয়েক ফোঁটা ওয়াশিং লিকুইড দিয়ে মিশিয়ে তাতে জুয়েলারিগুলি ডুবিয়ে রাখুন।
এরপর নরম কাপড় দিয়ে ঘষতে পারেন। আবার নরম ব্রাশ দিয়ে পরিস্কার করতে পারেন।
ঠান্ডা ও পরিস্কার জল দিয়ে ধুয়ে নরম সুতির কাপড় গিয়ে শুকিয়ে নিন। বেশি ময়লা জমে গেলে আল্ট্রাসোনিক ক্লিনজার ব্যবহার করতে পারেন।