অনেক সময় নিজের ভুলে স্মার্টফোন চার্জে দেরি হয়।

সর্বোচ্চ স্পিডের একটি ফাস্ট চার্জার বাজার থেকে কিনে ব্যবহার করুন।

USB পোর্ট নয়, ওয়াল চার্জার ব্যবহার করে ফোন চার্জ করুন।

ফোন চার্জিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলি বন্ধ রাখুন।

চার্জিংয়ের সময় ফোনে কথা বলা কিংবা গেম খেলা এড়িয়ে চলুন।

ফোন চার্জিংয়ের সময় Wi-Fi, ব্লুটুথ, GPS, হটস্পট বন্ধ রাখুন।