আতসবাজি পোড়ানোর সময় শিশুদের নির্দিষ্ট দূরত্বে রাখার চেষ্টা করুন।
পরিবেশের উপর আতসবাজির দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে অবহিত করার চেষ্টা করুন।
বাচ্চাদের একই সময়ে একাধিক আতসবাজি জ্বালাতে দেবেন না। ফুলঝুরি, রংমশাল ও চড়কি জাতীয় আতসবাজি জ্বালাতে দিন।
আতসবাজিকে দাহ্য স্থান বা বস্তু থেকে দূরে রাখুন।
বাচ্চাদের হালকা আতসবাজির জন্য লম্বা স্পার্কলার কিনন। তাতে নিরাপদে থাকবে, দুর্ঘটনায় হাত যাতে না পোড়ে।
বাজি পোড়ানোর সময় বাচ্চাদের সবসময় সুতির পোশাক পরিয়ে রাখুন।
খোলা ও সমতল জায়গায় আতসবাজি রেখে জ্বালান। সঙ্গে রাখুন ফার্স-এড বক্স।