বিভিন্ন কারণে অনেকসময় ঠোঁট কালো হয়ে যায়
জানেন কি ঘরোয়া উপায়ে ঠোঁটের রঙ ফিরে পাওয়া সম্ভব?
এক্ষেত্রে লেবুর রস ভীষণ উপকারি। ঠোঁটে লেবুর রস লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন
বীটরুটে প্রচুর পরিমাণে অ্য়ান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ঠোঁট লাল করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু বীটের রস লাগিয়ে নিন
ভিটামিন E যুক্ত আমন্ড অয়েল লাগান, ফল পাবেন
শশার টুকরো ঠোঁটে ঘসে নিন। এতে ঠোঁটের কালো দাগ দূর হয়
মধু বা অলিভ অয়েলের সঙ্গে চিনি যোগ করে স্ক্রাব বানিয়ে নিন। এই স্ক্রাব ঠোঁটের কালো দাগ মেটায়