ধূমপান আমাদের ঠোঁটকে রুক্ষ আর কালো করে দেয়, তাই প্রথমেই ধূমপান ত্যাগ করুন

প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। কারণ, জল আমাদের ঠোঁটকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে

ঠোঁটের মৃত কোষের অপসারণের জন্য এক্সফলিয়েশন করা অত্যন্ত জরুরি

লিপস্টিক যতটা কম ব্যবহার করা যাবে, ততই ভাল। এগুলোতে থাকা রাসায়নিক ঠোঁটের ত্বকের ক্ষতি করে

বারবার ঠোঁট চাটার কারণে আমাদের ঠোঁট শুকিয়ে যায়, যে কারণে ঠোঁট ফাটতে শুরু করে