পারফিউমের সুগন্ধ পছন্দ করেন কমবেশি অনেকেই
পারফিউম কেনার সময় গন্ধের সঙ্গেও আর একটি বিষয় মাথায় রাখতে হয়
সেটা হল কতটা লং লাস্টিং এটি
তবে পারফিউম লাগানোর কয়েকটি নিয়ম রয়েছে। যা মেনে চললেই গন্ধ দীর্ঘক্ষণ থাকে
ত্বক শুকনো থাকলে বডি পারফিউম লাগাবেন না। ময়েশ্চারাইজ়ার লাগিয়ে তারপর পারফিউম লাগান
পারফিউম লাগানোর পর ঘষবেন না
ঘাড়ের ও কানের পিছনে পারফিউম লাগান। এতে গন্ধ দীর্ঘক্ষণ থাকেই
স্নানের পরই পারফিউম লাগাবেন না। শরীর শুকিয়ে গেলে পারফিউম ব্যবহার করুন