অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সমন্ন টি ট্রি প্রয়োগ করলে খুশকির প্রবণতা কমে যায়।
নারকেল তেল দিয়ে মাথার চুলে ও মাথার ত্বকে মাসাকজ করতে পারেন। সপ্তাহে ২-৩বার করলেই হবে।
অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাংগাল বৈশিষ্ট্য সমৃদ্ধ অ্যালোভেরা খুশকির বৃদ্ধি প্রশমন করে।
চিরুনি বা ব্রাশ দিয়ে চুল আঁচড়ালে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে।তাতে খুশকির প্রবণতা কমে।
সারারাত মেথি ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। সপ্তাহে ২-৩বার করলে ফল মিলবে দ্রুত।