বন্ধ হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারের বিষয়ে অনেকেই অবগত নন।

Deactivate হয়ে যাওয়া অ্যাকাউন্ট ফিরে পেতে আপনাকে আবেদন করতে হবে।

Facebook অ্যাকাউন্ট যদি নিজেই Deactivate করে থাকেন, তবে পুনরায় চালু করা সহজ।

প্রথমে আপনাকে গুগলে গিয়ে ফেসবুক খুলতে হবে।

Log in পেজে আপনাকে রেজিস্ট্রার ইমেল বা মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।

Log in করার পরই আপনার Deactivate অ্যাকাউন্ট পুনরায় চালু হবে।

অ্যাকাউন্ট স্থায়ীভাবে Deactivate করলে সেটি ফের খুলতে Cancel Deactivation-এ ক্লিক করতে হবে।