মেকআপ তোলার সময় কোন কোন দিকে অতি অবশ্যই খেয়াল রাখবেন, দেখে নিন।
কটন বল বা ভেজা টিস্যু দিয়ে আগে মুখের মেকআপ বিশেষ করে চোখ ও ঠোঁটের মেকআপ তুলে নিন।
মেকআপ তোলার সময় ক্লেনজার ব্যবহার করুন। তারপর পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন। প্রয়োজনে ফেসওয়াশ লাগান।
ক্লেনজার, কটন বা ওয়েট টিস্যু দিয়ে মেকআপ তোলার পর মুখ ধোয়া খুবই দরকার।
মেকআপ তোলার পর মুখে ক্রিম বা ময়শ্চারাইজার লাগাতে হবে।