যে জায়গার লোম তুলবেন, সেই জায়গায় অল্প বরফ দিয়ে কম্প্রেস করলে বেশ কিছুটা আরাম বোধ হবে

অল্প গরম জলে অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে লোম তোলা জায়গায় মাখিয়ে নিলে বেশ আরাম পাওয়া যায়

তুলোতে একটু দুধ দিয়ে যদি ওয়াক্সিং করা জায়গায় মাখতে পারেন, তাহলে জ্বালার উপশম হবে

ঠান্ডা শসা যদি ওয়াক্স করা জায়গায় বুলিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সেই জায়গাতে আর জ্বালা হবে না

ওয়াক্স করা জায়গার লাল ভাব আর জ্বালা দূর করার জন্য দইয়ের ব্যবহার  খুব উপকারি হয়