শীত মানেই বাগান ভরে ওঠে হরেক রকম ফুলে

টবে টবে গোলাপ, পিটুনিয়া, স্যালভিয়া এসব গাছ হয়েই থাকে

বাহারি রঙের পিটুনিয়া, ডায়ানথাস, দেশি গোলাপ কিন্তু দেখতেও বেশ ভাল লাগে

তবে এই গাছের ঠিক করে যত্ন নিলে তবেই ঠিক সময়ে ফুল আসে

আগে ভাল করে মাটি শুকিয়ে নিতে হবে। এরপর এর সঙ্গে গোবর সার মিশিয়ে ঝুরঝুরে করে নিতে হবে

এবার এই মাটি টবে ভরে তাতে গাছ বসিয়ে নিতে হবে। চারাগাছ অন্তত দশদিন ছায়াতে রাখতে হবে

একদিন জল দিয়ে মাটি ভেজা থাকলে পরদিন আর জল দেওয়া চলবে না। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে যেন সরাসরি রোদ না লাগে