আধার কার্ডের ছবি বদলানোর করার জন্য আপনাকে আধার সেন্টারে যেতে হবে।

ছবি পরিবর্তন করার জন্য প্রথমে আধার কারেকশন ফর্ম পূরণ করতে হবে।

এই ফর্ম UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

আধার সেন্টারে ফর্ম জমা করলে আধিকারিক আঙুলের ছাপ ও চোখের মণি ক্যাপচার করবে।

আপনার ছবিও তোলা হবে, এই আপডেটের জন্য 100 টাকা ফি দিতে হবে।

তারপরে আপনার আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) তৈরি হবে।

সব মিটলে UIDAI-র ওয়েবসাইট থেকে ই-আধার বা ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন।