পায়ে ময়েশ্চারাইজারের প্রয়োগ করতে হবে হিল জুতো পরার আগে, এতে পায়ে ফস্কা পড়ার সম্ভাবনা কমে

পায়ের সঠিক মাপ জেনে জুতো কিনুন, ছোট বড় হলে কিন্তু পায়ে চোট লাগার সম্ভাবনাও রয়েছে

পায়ের আকার দেখে সেই মতো হিল জুতো কিনবেন, তাহলে পায়ের ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়

হিল জুতোতে যত বেশি সাপোর্ট থাকবে, তত বেশি আরাম পাবে আপনার পা

যদি ব্লকড হিলস পরেন তাহলে আপনার পা অনেক বেশি আরামে থাকবে