ভারতে নতুন স্মার্ট গ্লাস লঞ্চ করেছে টাইটান আই প্লাস সংস্থা।
টাইটানের এই স্মার্ট গ্লাসের নাম টাইটান আইএক্স।
এই স্মার্ট গ্লাসের ফ্রেমের দাম শুরু হচ্ছে ৯৯৯৯ টাকা থেকে।
একবার চার্জ দিলে এই স্মার্ট গ্লাসে প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে।
এই স্মার্টগ্লাস একটি IP54 রেটেড স্মার্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ক্ষেত্রে এই স্মার্ট গ্লাস রেজিসট্যান্ট।