‘বিজেপিকে হারানো সময়ের চাহিদা’, গোয়া নির্বাচনের আগে বার্তা মহুয়ার

তিনি বলেন, ”সময় চাহিদা অনুযায়ী বিজেপিকে হারানো প্রয়োজন। বিজেপিকে হারাতে শেষ অবধি লড়াই করবে তৃণমূল।”

মহুয়ার দাবি কংগ্রেস একা বিজেপি কে হারাতে পারবে না, তাই বিজেপিকে হারাতে বিজেপি বিরোধী সকল দলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন

মহুয়া জানিয়েছেন, গোয়াতে কংগ্রেস যদি বিজেপিকে চ্যালেঞ্জ করার মতন অবস্থানে থাকতো তবে তৃণমূল কংগ্রেসকে গোয়াতে আসতে হত না