সব কাজে সাফল্য পেতে বুধবার করুন শ্রীকৃষ্ণের পুজো

হিন্দু ধর্মে, বুধবার ভগবান কৃষ্ণ ও গণেশকে উৎসর্গ করা হয়।

এ দিনে শ্রী কৃষ্ণের সঙ্গে রাধা-রানীরও পুজো করা হয়।

সনাতন শাস্ত্রে অনুযায়ী, জগতের রক্ষক শ্রী হরি বিষ্ণু ত্রেতাযুগে ভগবান রাম ও দ্বাপর যুগে শ্রী কৃষ্ণরূপে অবতীর্ণ হন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়।

শ্রীকৃষ্ণের কৃপায় ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। তাই বুধবার ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো করা উচিত।

যদি কোনও বিশেষ কাজে কৃতিত্ব বা সাফল্য পেতে চান, তবে বুধবার কৃষ্ণের পুজো অবশ্যই করা উচিত।

চন্দনযাত্রা মহোৎসবের ২১ দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের নানা বেশ পরানো হয়। নটবর বেশ, শ্রীকৃষ্ণের জন্মবেশ, রাজাধিরাজ বেশ আরও অনেক বেশ।