শীত আসছে, চুল ঝরে যাওয়ার সমস্যা এড়াবেন কীভাবে?

শীত মানেই চুলের সমস্যা বৃদ্ধি পাওয়া। খুশকি, চুল ঝরে পড়া, সব কিছু সামলাবেন কীভাবে?

সকালে উঠেই আগে চুল আঁচড়ান ভালভাবে। তাতে জট পড়বেন না।

বেশি চাপ দেবে না। সতর্ক থেকে চুল আঁচড়ান। তাতে চুল ভেঙে যাবে না।

বড় দাঁড়ার চিরুনি ব্যবহার করুন। চুলর ভিতর দিকেও আঁচড়ানো হলে ধুলো, ময়লা সহজেই উঠে যায়।

শীতকালে চুল ভাল রাখতে চুলের গোড়ায় ম্যাসাজ করতে পারেন। তাতে চুল থাকে মজবুত, চুল ঝরেও পড়বে না।

শীতকালে চুল প্রতিদিন ধোবেন না। সপ্তাহে অন্তত ২-৩ দিন শ্যাম্পু করুন। তারপর লাগান কন্ডিশনার।