২৩ দিনের রিচার্জের খরচ মাত্র ৭৫ টাকা, জিও এই সস্তার প্ল্যানের কথা জানতেন?
credit:PTI
TV9 Bangla
দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম হল জিও। জিওর পোর্টফোলিওতে গেলে আপনি অনেক রকম রিচার্জ বিকল্প খুঁজে পাবেন।
সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল-এর নানা নতুন নতুন সস্তার প্ল্যান আসায় বিপাকে পড়েছে বেসরকারি টেলিকম সংস্থাগুলিও।
নিজের প্রতিযোগীদের টেক্কা দিতে জিও সস্তায় নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যার দাম শুনলে মাথা ঘুরে যাবে। এই প্রতিবেদনে রইল তেমন একটি প্ল্যানের খোঁজ।
জিওর এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং, ডেটা এবং এসএমএস এই তিন সুবিধাই থাকবে। বিশেষ এই প্ল্যান্টির মেয়াদ ২৩ দিন।
২৩ দিনের প্ল্যানের দাম কিনা মাত্র ৭৫ টাকা। বিশেষ এই প্ল্যানের সাহায্যে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাবেন।