২৩ দিনের রিচার্জের খরচ মাত্র ৭৫ টাকা, জিও এই সস্তার প্ল্যানের কথা জানতেন?
insomnia 3

16 MAR 2025

২৩ দিনের রিচার্জের খরচ মাত্র ৭৫ টাকা, জিও এই সস্তার প্ল্যানের কথা জানতেন?

credit:PTI

image

TV9 Bangla

দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম হল জিও। জিওর পোর্টফোলিওতে গেলে আপনি অনেক রকম রিচার্জ বিকল্প খুঁজে পাবেন।

দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম হল জিও। জিওর পোর্টফোলিওতে গেলে আপনি অনেক রকম রিচার্জ বিকল্প খুঁজে পাবেন।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল-এর নানা নতুন নতুন সস্তার প্ল্যান আসায় বিপাকে পড়েছে বেসরকারি টেলিকম সংস্থাগুলিও।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল-এর নানা নতুন নতুন সস্তার প্ল্যান আসায় বিপাকে পড়েছে বেসরকারি টেলিকম সংস্থাগুলিও।

নিজের প্রতিযোগীদের টেক্কা দিতে জিও সস্তায় নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যার দাম শুনলে মাথা ঘুরে যাবে। এই প্রতিবেদনে রইল তেমন একটি প্ল্যানের খোঁজ।

নিজের প্রতিযোগীদের টেক্কা দিতে জিও সস্তায় নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যার দাম শুনলে মাথা ঘুরে যাবে। এই প্রতিবেদনে রইল তেমন একটি প্ল্যানের খোঁজ।

জিওর এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং, ডেটা এবং এসএমএস এই তিন সুবিধাই থাকবে। বিশেষ এই প্ল্যান্টির মেয়াদ ২৩ দিন।

২৩ দিনের প্ল্যানের দাম কিনা মাত্র ৭৫ টাকা। বিশেষ এই প্ল্যানের সাহায্যে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাবেন।

এছাড়াও ব্যবহারকারীরা পাবেন প্রতিদিন ১০০ এমবি হাইস্পিড ডেটা। এছাড়াও থাকছে ২০০ এমবি অতিরিক্ত ডেটা। অর্থাৎ মোট ২.৫ জিবি হাইস্পিড ডেটা পাবেন।

ডেটা শেষ হলেও নেট বন্ধ হবে না। ৬৪ কেবিপিএস গতিতে চলবে ইন্টারনেট। এছারাও কোম্পানিটি অতিরিক্ত সুবিধা প্রদান করছে। পাবেন জিওটিভি অ্যাক্সেস।

তবে বিশেষ এই সস্তার প্ল্যান কেবল জিও ফোন ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য। অনান্য ফোন ব্যবহার করলে এই বিশেষ প্ল্যান রিচার্য করার সুবিধা পাবেন না আপনি।