স্বস্তিকা থেকে শ্রীলেখা, কতদূর পড়াশোনা করেছেন এই টলি নায়িকারা?
টলিপাড়ার অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয় না। প্রায় সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তাঁরা।
প্রেম থেকে পরিবার, চর্চায় থাকে সবটাই। বাদ যায় না তাঁদের পড়াশোনাও। এই আবহে জেনেন নিন স্বস্তিকা থেকে শুভশ্রী, এই টলি অভিনেত্রীদের পড়াশোনা কতদূর?
টলিউড সেনসেশন স্বস্তিকা মুখোপাধ্যায়ের ভক্তসংখ্যা নেহাতই কম নয়। সাবলীল অভিনয় ও রূপের ছটায় সকলকে মুগ্ধ করেছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক তিনি।
টলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি মা হয়েছেন তিনি। লখনউ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতকোত্তর শুভশ্রী।
গোখেল মেমোরিয়াল কলেজ থেকে ফিজিওলজিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন কোয়েল। এখন সংসার ও কাজ দু'টোই সামলাচ্ছেন তিনি।
কেরিয়ারের জন্য উচ্চশিক্ষা শেষ করতে পারেননি শ্রীলেখা মিত্র। জয়পুরিয়া কলেজ থেকে ইংরেজীতে স্নাতক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। তবে আর স্নাতকোত্তর হওয়া হয়নি তাঁর। কাজে যোগ দেন।
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর পড়াশোনা কতদূর জানেন? কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক তিনি।
অন্যদিকে কলকাতার লরেটো কলেজ থেকে এমবিএ পাশ করেছেন রুক্মিণী মৈত্র। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক পায়েল সরকার।