05 July, 2024
কোয়েল ও রুক্মিণীর মধ্যে রয়েছে এই মিল, বলুন তো কী?
TV9 Bangla
credit: Social Media
অভিনেত্রী কোয়েল মল্লিক এবং রুক্মিণী মৈত্রর মধ্যে রয়েছে আশ্চর্য মিল। কী সেই মিল, জানেন?
এরা দু'জনেই একে-
অপরকে অনায়াসে নেমসেক বলে ডাকতে পারেন। আজ্ঞে, নামেই মিল দু'জনের... জানতেন?
কোয়েলের ভাল নাম কিন্তু কোয়েল নয়। সেটি তাঁর ডাক নাম। কোয়েলের ভাল নাম রুক্মিণী।
তাঁর স্কুল-কলেজের নথিতে রুক্মিণী মল্লিক নামটাই ব্যবহার করেছিলেন কোয়েল। সেই নামটা কেন ছাড়লেন কোয়েল?
আসলে কোয়েল নামটাই তিনি ব্যবহার করেছিলেন পর্দার নাম হিসেবে এবং বিপুল সাফল্য পেয়েছেন সেই নামেই।
ভাগ্যিস কোয়েল নামটা ব্যবহার করেছিলেন, না হলে রুক্মিণী মৈত্রর সঙ্গে নাম নিয়ে গোলমাল বেঁধে যেতে পারত।
রুক্মিণীর প্রেমিক দেবের সঙ্গে বহু ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। সব হিট বাণিজ্যিক ছবি। দেবের অত্যন্ত প্রিয় সহ-অভিনেত্রী তিনি।
রুক্মিণী মৈত্রর সঙ্গেও দারুণ সম্পর্ক কোয়েলের। দু'জনের অনেক সুন্দর স্মৃতি রয়েছে। এই ছবিতেই দেখুন। সেলফিটি তুলেছেন রুক্মিণী।