9 January 2024
দিদি নয়, মমতাকে কী বলে ডাকতেন রশিদ?
credit: istock
TV9 Bangla
পণ্ডিত ভীমসেন যোশী বলেছিলেন, "রশিদ খানের কণ্ঠ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ।" সেই কণ্ঠ থেমে গেল চির কালের জন্য।
মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত হলেন রশিদ খান। আজ, মঙ্গলবার, কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আক্রান্ত হয়েছিলেন ব্রেনস্ট্রোকে।
ভুগছিলেন ক্যানসারেও। ভেন্টিলেশনে রাখার পর এ দিন বিকেল ৩.৪৫ নাগাদ না ফেরার দেশে চলে যান গায়ক।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী রশিদ খানের মৃত্যু সংবাদ পেয়েই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রশিদের সঙ্গে ভাইয়ের মতো সম্পর্ক ছিল তাঁর। খুবই ভালবাসতেন তাঁকে। শুধু কি তাই? বাড়িতেও অনায়াস যাতায়াত ছিল।
তবে না, মুখ্যমন্ত্রীকে দিদি বলে ডাকতেন না রশিদ খান। এ দিন সেই কথাই স্মৃতিচারণা করতে গিয়ে বলেন মমতা।
তবে কী বলে ডাকতেন তাঁকে? মমতার কথায়, "রশিদ আমাকে মা বলত, ও নেই, আমার গায়ে কাঁটা দিচ্ছে।"
এভাবে যে তিনি চলে যাবেন ধারণাও করতে পারেননি ভক্তরা। তাঁদের চোখে জল। 'সজনা' আর আসবেন। আর গান গেয়ে বলে উঠবেন না, 'আঙ্গনা ফুল খিলেঙ্গে'।