মিমি চক্রবর্তী, বরাবরই পোষ্য তাঁর ভীষণ পছন্দের। বাড়িতে রয়েছে দুই সারমেয়ও। শুটিং ও প্রয়োজনীয় কাজ সেরে তড়িঘড়ি বাড়িতে ফিরে তাঁদের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করেন
তাঁদেরকে নিজের সন্তান স্নেহেই যত্ন করেন তিনি। জন্মদিনে এক বাক্স উপহার দেওয়া থেকে শুরু করে কেক কেটে, বেলুন ফাটিয়ে সেলিব্রেশন, কোনওটাই তাঁর তালিকা থেকে বাদ পড়ে না।
তাঁদের যত্নে যে তিনি কোনও ক্রুটি রাখেন না, তাঁর প্রমাণ মিলেছে বহুবার। অতীতে দেখা গিয়েছে তিনি তাঁর এক পোষ্যের চিকিৎসার জন্য রীতিমত রাজ্যের বাইরে গিয়েছিলেন।
তাই মিমি ও তাঁর পোষ্যদের মধ্যে সম্পর্কে সমীকরণটি কতটা গভীর তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। মিমি মানেই তাই বেজায়
এবার অবসরে তোলা বেশ কিছু ভিডিয়ো ও ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন মিমি। ক্যাপশনে লিখলেন 'মায়ের দায়িত্ব'। পোস্ট দেখামাত্রই ভক্তরা আদরে ভরিয়ে দিলেন।
বর্তমানে মিমি চক্রবর্তী ব্যস্ত তাঁর আগামী ওয়েব সিরিজের কাজ নিয়ে। এই প্রথম ওটিটি জগতে পা রাখতে চলেছেন তিনি, বিপরীতে থাকছেন টোটা রায়চৌধুরী।
বেশ কিছুদিন হল বড়পর্দায় নেই মিমি চক্রবর্তী। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি ভীষণ সক্রিয়। মাঝে মধ্যেই তাঁর পোস্ট ভাইরাল হতে দেখা যায়
আর তাই এবার অবসরে তিনি ব্যস্ত হয়ে পড়লেন তাঁর পোষ্যদের নিয়ে। পোজ দিয়ে ছবি তুললেন তিনি। করলেন একাধিক ছবিও পোস্ট।