30 December 2023
ঋতুপর্ণা-সঞ্জয়ের 'লা জবাব' পার্টি, দেখুন অন্দরের ছবি
credit: istock
TV9 Bangla
গ্ল্যামার দুনিয়ার নায়িকাদের সম্পর্ক নাকি বেশিদিন টেকে না, এমন রটনা হামেশাই শোনা যায়। কিন্তু অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের ক্ষেত্রে এমনটা হয়নি।
সেই কবে ভালবেসে বিয়ে করেছিলেন। সেই ইনিংস এখনও চলছে। এক জাদুমন্ত্রে সংসার, সন্তান আর কেরিয়ার সবটা ব্যালেন্স করেছেন তিনি।
১৯৯৯ সালে প্রাইভেট অ্যাকুইটি ইনভেস্টর সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সারাজীবনের জন্য জুড়ে যান ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁদের বিয়ের ২৩ বছর পূর্ণ হয়েছে কিছু দিন আগেই
সেই উপলক্ষে দিয়েছিলেন এক পার্টি। হাজির ছিলেন টলিউডের চেনামুখরা। দেখা গিয়েছিল চৈতি ঘোষালকে। এ ছাড়াও দেখা গিয়েছিল কাদের জানেন
জিতু কামাল থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অনেকেই ছিলেন হাজির। বসেছিল এক চাঁদের হাট। রইল সেই সব ছবি।
প্র্যাকটিক্যাল কর্পোরেট এক মানুষ আর আদোপান্ত্য শিল্পী মনস্ক মানুষ কাজের জগতের ব্যস্ততার ফাঁকেও সামলে চলেছেন তাঁর সংসার।
নিজেও সবটা ব্যালেন্স করে চলছেন ঋতুপর্ণা। আর এটিই তাঁদের ইউএসপি। সংসার টিকিয়ে রাখার মূলমন্ত্র।