পরম নন, সপ্তাহান্তে কাকে আদর পিয়ার?
image

16 December 2023

পরম নন, সপ্তাহান্তে কাকে আদর পিয়ার?

credit: facebook

TV9 Bangla

শীতের সকাল। তায় সপ্তাহান্ত। শনিবার সকালে ঠান্ডা মাখতে মন চাইল না সমাজসেবী-গায়িকা পিয়া চক্রবর্তীর। লেপের ওম থেকে বের হতে পারছিলেন না তিনি।

শীতের সকাল। তায় সপ্তাহান্ত। শনিবার সকালে ঠান্ডা মাখতে মন চাইল না সমাজসেবী-গায়িকা পিয়া চক্রবর্তীর। লেপের ওম থেকে বের হতে পারছিলেন না তিনি। 

এমন এক সকালে তাঁর আদর খেতে এলেন ইনি। সদ্য বিয়ে করেছেন পিয়া। প্রেমিক পরব্রত চট্টোপাধ্যায়কে সইসাবুদ করে বিয়ে করেছেন তিনি। কিন্তু শনিবার সকাল হতেই পরম নন, এনাকে আদর করলেন পিয়া।

এমন এক সকালে তাঁর আদর খেতে এলেন ইনি। সদ্য বিয়ে করেছেন পিয়া। প্রেমিক পরব্রত চট্টোপাধ্যায়কে সইসাবুদ করে বিয়ে করেছেন তিনি। কিন্তু শনিবার সকাল হতেই পরম নন, এনাকে আদর করলেন পিয়া। 

কে ইনি? যাকে লেপের মধ্যে মুড়িয়ে নিয়েছিলেন অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রতর সদ্যবিবাহিত স্ত্রী? এনাকে আদর করে একটি বিশেষ নামেও ডাকেন পিয়া।

কে ইনি? যাকে লেপের মধ্যে মুড়িয়ে নিয়েছিলেন অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রতর সদ্যবিবাহিত স্ত্রী? এনাকে আদর করে একটি বিশেষ নামেও ডাকেন পিয়া। 

কী সেই নাম? তা হল নিনা। নিনা পিয়ার জীবনে অনেকদিন থেকেই রয়েছে। এবং তাকে নিজের সন্তানের মতো ভালবাসেন পিয়া। তাকে ছাড়া থাকতেই পারেন না।

নিনা এক মারমেয়। রাস্তার পুকুর। ইন্ডি প্রজাতির পোষ্য। নিনাকে নিয়ে কেটে যায় পিয়ার জীবন। তাই অবসর হলেই তাকে কোলে নিয়ে আদর করেন পিয়া।

এই শীতের সকালেও তাই 'নিনা'ময় পিয়া। দুটি ছবি শেয়ার করেছেন পিয়া। দুটিতেই মায়ের কাছে আদর খেতে ব্যস্ত নিনা। 

পরমব্রতকে বিয়ে করার আগে গায়ক-সঙ্গীত পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন পিয়া। কিন্তু সেই সংসার ভেঙে যায় ৪ বছরের মাথাতেই। 

পরমব্রতর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে প্রথমে অনুপমের ঘর ছেড়েছিলেন পিয়া। তারপর পরমব্রতকেই বিয়ে করেছেন ঘরোয়া অনুষ্ঠানে।