ফ্যাশন দুনিয়ায় কসমেটিক ডেন্টিস্ট্রি গত এক দশকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
দাঁতের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলের উপর বসানো কাচের স্ফটিক। সেগুলি হীরে পান্না, গোলাপী ও নীলকান্তমণির মত দেখতে লাগে। একে টুথ জেমস বলে।
দাঁতের কিনারায় ছোট দাতব রিং থাকে। একে টুথ রিং বলা হয়।
২৪-ক্যারেট সোনা, সাদা সোনা, বা হীরা, নীলকান্তমণি এবং রুবির মতো মূল্যবান পাথরের ছোট অংশ খোদাই করা থাকে। একে টুইঙ্কলস বলে।
এনামেলের ক্ষতি না করেই দাঁতের উপর স্থায়ী বা অস্থায়ীভাবে ট্যাটু করা হয়।
আমেরিকান পপ-তারকা কেটি পেরির সোনা, রত্ন ও পাথর দিয়ে ডেন্টাল গ্রিল করা ছিল।