একসঙ্গে সূর্যোদয় দেখা, প্রকৃতির মাঝে নিভৃতে কটা দিন কাটাতে চান তাহলে কিন্তু আপনার জন্য সেরা গন্তব্য আন্দামানের হ্যাভলক বিচ। রয়েছে প্রবাল প্রাচীর আর গুহা। সেই সঙ্গে জলের নীচে হাঁটা, স্কুবা ড্রাইভিং, জেট স্কিইং এসবও কিন্তু করতে পারেন। রয়েছে বিলাস বহুল রিসর্টও
দক্ষিণ আন্দামানের নীল দ্বীপ হানিমুনে যাওয়া দম্পতিদের কাছে স্বর্গরাজ্য। মূল আন্দামান থেকে একেবারে বিচ্ছিন্ন। সেই সঙ্গে হেঁটে হেঁটে গ্রামে যাওয়া, বাজার ঘুরে দেখা এবং স্কুবা ড্রাইভিং-এর সুযোগ তো আছেই
গুজরাটের কাথিয়াওয়ারা উপদ্বীপের এই দ্বীপটি বেশ কিছুদিন ধরেই পর্যটকদের অগোচরে থেকে গিয়েছে। দিউ আইল্যান্ডে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে এশিয়ার দীর্ঘতম সৈকত উৎসব। বছরের যে কোনও সময়েই যাওয়া যায় দিউ-তে। সেই সঙ্গে পর্তুগিজ ইতিহাস সম্পর্কে জানতে হলে সেরা হল এই দ্বীপ
ছোট্ট দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ। পর্যটকদের কাছে দারুণই জনপ্রিয়। মধুচন্দ্রিমার জন্য কিন্তু সেরা এই দ্বীপ। মাছধরা, স্কুবা ড্রাইভিং, বোটিং-এর মতো একাধিক উপভোগ্য ক্রিয়াকলাপ থাকে। এছাড়াও লাক্ষাদ্বীপের সাংস্কৃতিক আবহের স্বাদও কিন্তু পারেন।
লাক্ষাদ্বীপের একেবারে কেন্দ্রে রয়েছে কদমত দ্বীপ। প্রবাল প্রাচীর ঘেরা এই দ্বীপ কিন্তু হানিমুনের জন্য আদর্শ। রয়েছে সুন্দর কিছু রিসর্টও। নারকেল গাছে সাজানো এই সমুদ্র সৈকতে নিরিবিলিতে দারুণ সময় কাটাতে পারবেন