প্লাস্টিকের ব্যবহার রোজকার জীবনেই রয়েছে। বাজার করা থেকে খাবার খাওয়া সবেতেই থাকে প্লাস্টিক
প্লাস্টিকের বোতল, বাটি, চামচ- কত কিছুই না থাকে
তবে প্লাস্টিকের বাটিতে গরম কোনও খাবার রাখা একেবারেই ঠিক নয়
প্লাস্টিকের মধ্যে থাকে এন্ডোক্রাইন ডেস্টিং নামের একরকম বিষ যার থেকে শরীরে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়
দীর্ঘসময় প্লাস্টিকের বাটিতে খাবার পড়ে থাকলে তা ক্যানসারের কারণও হতে পারে
অনেক প্লাস্টিকের বক্স বলা হয় মাইক্রোওয়েভ প্রুফ তবে এই সব বক্সে খাবার ভুল করেও গরম করবেন না
কারণ এতে খাবার গরম করলে রাসায়নিক ডাইঅক্সিন খাবারের সঙ্গে মিশে যায় এতে শরীরের ক্ষতি হয়