নতুন স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করলে এই সময়টা আপনার জন্য খুবই ভাল।
বাজারে এই মুহূর্তে সস্তার একাধিক হ্যান্ডসেট লঞ্চ হয়েছে, যেগুলির ফিচার্স দুরন্ত।
তার উপরে আপনার বাজেট যদি 10,000 টাকা হয় তাহলে তো আর কোনও কথাই নেই।
এই মুহূর্তের সেরা 5 ফোনের তালিকা, যাদের দাম 10,000 টাকারও কম।
Nokia C32: সদ্য লঞ্চ হওয়া এই ফোন আপনি পেয়ে যাবেন মাত্র 8,999 টাকায়।
Redmi A2: দুর্ধর্ষ 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লের এই ফোনের দাম মাত্র 6,299 টাকা।
Samsung Galaxy M04: ডুয়াল ক্যামেরা সেটআপের এই ফোন আপনি পেয়ে যাবেন মাত্র 8,499 টাকায়।
Motorola E13: মোটোরোলার এই হ্যান্ডসেটও আপনি পেয়ে যাবেন 10,000 টাকারও কম দামে।
Lava Blaze 2: 10,000 টাকা বাজেটের দেশি এই ফোন কিনলে আপনি সেরার সেরা ফিচার্স পাবেন।