Sign-up without Sim card: টেলিগ্রামে এখন সিম কার্ড ছাড়াও Sign-up করা যায়। যেই ফিচার হোয়াটসঅ্যাপে নেই।
Temporary QR Codes: অস্থায়ী QR Code ফিচারের সাহায্যে ইউজাররা অন্যদেরকে Username শেয়ার করতে পারে, সে ক্ষেত্রে ফোন নম্বর বা অন্য তথ্য দিতে হবে না।
Telegram Bots: এটা একটা দারুণ ফিচার, যেটি যেকোনও অডিওকে মেসেজের আকারে কনভার্ট করতে পারে। এমনটা হোয়াটসঅ্যাপে দেখা যায় না।
Emoji Effect: দুই ক্ষেত্রেই ইমোজি হয়তো এক হতে পারে। কিন্তু টেলিগ্রাম ইমোজি বিভিন্ন এফেক্টের সঙ্গে ব্যবহার করতে পারবেন।
Aggressive mode: টেলিগ্রামে 200-র বেশি মেম্বারযুক্ত গ্রুপগুলিতে Aggressive mode ফিচার আছে, যেটি Spam Message ফিল্টার করতে পারে।
Storage Usage: WhatsApp যদিও মেসেজ মিডিয়া স্টোরেজ ডিলিট করতে দেয়, অ্যান্ড্রয়েড ফোনে Telegram-র Storage Usage আরো ভাল কায়দায় এই সুবিধা দেয়।
Topics: 100 সদস্য যুক্ত টেলিগ্রাম গ্রুপগুলিতে Topics ফিচার পাবে যার সাহায্যে বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করতে পারবেন।